
আমরা যারা ব্লগার ব্যবহার করি তারা প্রায় সবাই ব্লগারের রিসেন্ট কমেন্ট গেজেটটি ব্যবহার করে থাকি। ডিফল্ট ভাবে ব্লগারের রিসেন্ট কমেন্ট গেজেটটি দেখতে খুব একটা সুন্দর নয়। তাই আজ আপনাদের আমি দেখাবো কিভাবে ব্লগারের রিসেন্ট কমেন্ট গেজেটে ইউজার আভাতার যুক্ত করে একে আরও সুন্দর করে তুলা যায়।
- এর জন্য প্রথমেই আপনার ব্লগার বগে রিসেন্ট কমেন্ট গেজেটটি যুক্ত করে নিন।
যেভাবে করবেন
- ব্লগারের টেম্পলেট ট্যাবে গিয়ে Edit HTML বাটনে ক্লিক করুন।
- তারপর টেম্পলেট বক্সে ]]></b:skin> সার্চ করুন ও এর উপরের লাইনে নিচের যেকোনো একটি স্টাইলের কোড পেস্ট করুন।